About

আইনের মানুষদের (হোক ছাত্র বা শিক্ষক বা আইনজীবী) প্রচুর পড়তে হয়, যদি সে ঠিক ভাবে জানতে ও বুঝতে চায়। আমিও তেমনি একজন তবে অনলাইনে বা বইয়ে অধিকাংশ উত্তর মিললেও তা প্রয়োজনে খুঁজে পাওয়া বেশ কষ্ট সাধ্য। তাই একজন ওয়েব ডেভেলপার ও আইনের ছাত্র হওয়ার সুবাদে নিজের জানার জন্যই এই সাইটটি (ল হেল্প বিডি) দাড় করাই, পরে এটি সবার জন্য ওয়েবে ট্রান্সফার করি যাতে সকলে খুব সহজে খুঁজে পায় এবং একে অন্যকে সহজেই সাহায্য করতে পারে।

অন্য সাইট আর এই সাইটটার সাথে বড় তফাত এই যে, এই সাইট টি বিশেষ ভাবে আমাদের (বাংলাদেশের মানুষদের) জন্য তৈরি করা হয়েছে, আইনের জটিল ভাষা এখানে সহজে বোঝানোর চেষ্টা করা হবে, থাকবে অন্যান্য তথ্য, মতামত ইত্যাদি, ছবি ও ভিডিওর মাধ্যমে সাইটটিকে আরে সুন্দর করার চেষ্টাও আমাদের রয়েছে। ভবিষ্যতে টিউটোরিয়াল, এম, সি, কিউ সহ আরো অনেক ফিচার আনার ইচ্ছা আছে, তাই আপনাদের সবার সাহায্য চাই, সেটা হতে পারে লেখা দিয়ে, মন্তব্য বা শেয়ার দিয়ে।

এটি একটি নন-প্রফিট নন পলিটিকাল সাইট (তবে ভবিষ্যতে সার্ভার ও মেইনটেনেন্স জন্য কিছু এড দেওয়া হতে পারে), কেউ ইচ্ছে করলে ডোনেটও করতে পারেন।

বি.দ্র: এই প্রচেষ্টায় কেউ ক্ষুব্ধ হলে বা ভুল থাকলে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন।

ধন্যবাদ।

error: Content is protected !!
%d bloggers like this: